সন্দেশখালি ২: ভান্ডার খালি এলাকায় পথদুর্ঘটনায় আহত তিন টোটো যাত্রী
ভান্ডার খালি এলাকায় রবিবার রাত্রি আটটা নাগাদ পথদুর্ঘটনায় আহত তিন টোটো যাত্রী সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত ভান্ডার খালি এলাকায় রবিবার টোটো উল্টে আহত হল তিন টোটো যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায় এদিন টোটো তে করে বেশ কয়েকজন যাত্রী ভান্ডার খালি খেয়াঘাট থেকে খুলনা ফেরিঘাটের দিকে আসছিল। ভান্ডারখালী বাজারের কিছু দূরে ওই টোটোটি একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়। টোটোয় থাকা তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার