ডোমকল: ডোমকলে রাস্তা , জল নিকাশি সহ একাধিক দাবিতে সিপিআইএম-এর ডেপুটেশন
ডোমকলে রাস্তা , জল নিকাশি সহ একাধিক দাবিতে সিপিআইএম-এর ডেপুটেশন ডোমকল এলাকার নাগরিক সমস্যা সমাধানে ১০ দফা দাবিপত্র নিয়ে সোমবার বিকেলে ডোমকল মহকুমা শাসকের (এসডিও) কাছে ডেপুটেশন জমা দিল ডোমকল সিপিআইএম কমিটি। এদিন পার্টি অফিস থেকে বিশাল মিছিল করে ডোমকল এসডিও অফিস পর্যন্ত যান সিপিআইএম কর্মী-সমর্থকেরা। মিছিল জুড়ে ছিল নানা দাবির পোস্টার ও স্লোগান। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের অসুবিধাকে সামনে রেখেই এই আন্দোলনের ডাক দেয় সিপিআইএম।