বিনপুর ২: আজ বিষহরি মা মনসা দেবীর পুজো,সাহাড়ীতে শ্রী শ্রী সার্বজনীন মনসা পুজো কমিটির উদ্যোগে মনসা পুজোর আয়োজন
আজ বিষহরি মা মনসা দেবীর পুজো। বিনপুর 2 ব্লকের সাহাড়ীতে শ্রী শ্রী সার্বজনীন মনসা পুজো কমিটির উদ্যোগে মনসা পুজোর আয়োজন করা হয়েছে। শনিবার রাতে ঘট এনে বারি তোলার মধ্যদিয়ে পুজোর সূচনা হয়। ঢাকি বাজিয়ে চলে মনসাজাঁত। এরপর পর পুজো ও সারারাত ধরে চলবে মনসা মঙ্গল গান। মনসা পুজো কে ঘিরে মেতে ওঠেন সাহাড়ীর পাশাপাশি কুড়চিবনী, নারায়নপুর এলাকার মানুষ।