চাপড়া: রাঙ্গিয়ার পোতা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক বৃদ্ধা
Chapra, Nadia | Nov 14, 2025 গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক বৃদ্ধা এমনটাই দাবি পরিবারের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার অন্তর্গত উত্তর রাঙ্গিয়ার পোতা এলাকায়।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই বৃদ্ধার নাম ওসমান গনি মন্ডল বয়স ৬৫।