সীতাই: তামাক হাটে দুটি ইলেকট্রিক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যাত্রী
তামাক হাটে দুটি ইলেকট্রিক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যাত্রী। রবিবার সকাল ১১টা নাগাদ সিতাই তামাক হাট এলাকায় ঘটে এক ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় গুরুতরভাবে আহত হন বছর ৪৮এর বিলে বর্মন নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, দিনহাটা থেকে একটি ইলেকট্রিক অটোরিক্সা সিতাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেই গাড়িতেই যাত্রী ছিলেন বিলে বর্মন নামের ওই ব্যক্তি। অপরদিকে নিরঞ্জন বর্মন তার নিজস্ব ইলেকট্রিক অটোরিক্সা নিয়ে সিতাই আসছিলেন।