পাড়া: পাড়া ব্লকের আনাড়া,জে জে ১,পাড়া,দুবড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শনে DMDC ও BDO
পাড়া ব্লকের আনাড়া,জে জে ওয়ান,পাড়া, দুবড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন পুরুলিয়া ডি এম ডি সি ও পাড়া ব্লকের বিডিও নিলাঞ্জন সিনহা। শনিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের পরিকল্পিত পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শন করেন তিনি।