আড়শা: কাঞ্চনপুর গ্রামে ঢালাই রাস্তার কাজের শিল্যানাস
Arsha, Purulia | Dec 1, 2025 আড়শা ব্লকের কাঞ্চনপুর গ্রামের ঢালাই রাস্তার কাজে শিল্যানাস হল আজ সোমবার। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি ঢালাইয়ের। রাজ্য সরকারের প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দে রাস্তার কাজের সূচনা হলো। উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ যেন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিজন।