নারায়ণগড়: বেলদাতে সোশ্যালিজম ফোরাম এর উদ্যোগে গণ ভাই ফোটার আয়োজন করা হলো,উপস্থিত বিধায়ক
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা তে সোসালিজম ফোরাম এর উদ্যোগে কালীপুজো আয়োজন করা হয় প্রতিবছর। কালীপুজোর অনুষ্ঠান মঞ্চে ভাই ফোটার দিন গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। সেইমত বৃহস্পতিবার গণ ভাই ফোটার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট, মৌসম চক্রবর্তী, অনাদি বারিক, সহ অন্যান্যরা।