রঘুনাথপুর ১: আদ্রায় তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে মিছিল
পুরুলিয়ার রেল শহর আদ্রায় তৃণমূল সভাপতি খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে শনিবার দুপুরে তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান 2022সালের 22শে জুন আদ্রা শহরের তৎকালীন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন পিন্টু ঘোষ সহ দুজনকে।