বিশালগড়: নিউমার্কেট রাম ঠাকুর আশ্রমের রামচন্দ্র দেবের ৩০ তম বার্ষিক রাস উৎসব পালন
রবিবার সকাল থেকে বিশালগড় নিউমার্কেট রাম ঠাকুর আশ্রমে রাম চন্দ্রদেবের ৩০ তম বাৎসরিক রাস উৎসব পালন করা হয় চলবে বৃহস্পতিবার দিন অব্দি। উপলক্ষে সোমবার সন্ধ্যায় দূরদূরান্ত থেকে ভক্তরা এসে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গা ভাসিয়ে দেন। এই রাস উৎসব উপলক্ষে রাম ঠাকুর আশ্রম প্রাঙ্গনে দূরদূরান্ত থেকে ব্যবসায়িকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে বসেন।