রাজারহাট: কলকাতা বিমানবন্দরে গাড়ি ঢুকতে না দেওয়া নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
সোমবার কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারকে অনেকটা দূরে গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে যেতে হয়। অভিযোগ পুলিশ অনেকটা দূরেই গাড়ি আটকে দেয় প্রটোকলের অছিলাতে! এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি নাকি ভিতরে নিয়ে যাওয়া যাবে না।