মাদারিহাট: রবিবার বীরপাড়ার গ্যারগান্ডা নদীর তীরে ছটপুজোর প্রস্তুতিতে ব্যস্ত রইলেন আয়োজকরা
বীরপাড়ার গ্যারগান্ডা নদীর তীরে ছটপুজোয় আলিপুরদুয়ার জেলার মধ্যে সবচেয়ে বেশি জনসমাগম হয়। সোমবার ছটপুজো। এজন্য রবিবার সারাদিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলে ওই নদীর ঘাটে। বীরপাড়া সূর্য ছটপুজো কমিটির সভাপতি মুকেশ গুপ্তা জানান, ৮০০ টি ঘাট তৈরি করা হয়েছে। এগুলির মধ্যে বেশিরভাগের কুপন বিলি করা হয়ে গিয়েছে। ঘাটের বেশ কয়েকটিতে এখনও কাপড় টাঙানো হয়নি। রবিবার সারারাত ধরে কাপড় টাঙানোর কাজ চলবে বলে জানান তিনি। পাশাপাশি এদিন মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যায়। ওই মঞ্চ