পান্ডুয়ার গোহার সংলগ্ন জি টি রোডের ধারে পরিবর্তন সভা করল বিজেপি। সভার শেষে আজ রবিবার রাত আটটা নাগাদ বিজেপি সূত্রে জানা যায় এদিন বিজেপি পান্ডুয়া মন্ডল তিনের পক্ষ থেকে এই পরিবর্তন সভা করা হয় গোহাট সংলগ্ন জি টি রোডের ধারে। সভায় উপস্থিত ছিল বিজেপি পাণ্ডুয়া মন্ডল তিনের মন্ডল সভাপতি খোকন বিশ্বাস সহ বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার মজুমদার, পার্থ শর্মা এছাড়াও বিজেপির পান্ডুয়া মন্ডল,,