সামশেরগঞ্জ: উৎসবের আমেজে ভাসছে সামশেরগঞ্জ, ঐতিহ্যবাহী কালীপুজোর শুভ সূচনা করলেন SP ও সাংসদ
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কালীপুজো। সোমবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, থানার আইসি সুব্রত ঘোষ সহ স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও বিশিষ্ট জনেরা। সোমবার রাত্রি আটটা নাগাদ জানা গিয়েছে, প্রতিবছরের মত এ বছরও মহাসমারোহে আয়োজন করা হয়েছে এই কালী পুজো।