পরীক্ষা পিছানোর দাবিতে আন্দোলনে কলেজের ছাত্রছাত্রীরা।আগে পর্যাপ্ত ক্লাস করে সিলেবাস শেষ হোক তারপর কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এমনই দাবিতে বিক্ষোভ দেখালেন গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি কলেজের অধ্যক্ষ এবং এগজাম সাব কমিটির কনভেনর এর কাছে ডেপুটেশন দেয়। ছাত্রছাত্রীদের অভিযোগ,দুই থেকে আড়াই মাস আগে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে।