ডোমকল: ডোমকলে গোপন সূত্রে অভিযানে বড় সাফল্য, দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি
ডোমকলে গোপন সূত্রে অভিযানে বড় সাফল্য, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি। রবিবার ভোররাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। রাত প্রায় আড়াইটা নাগাদ ডোমকল থানার অন্তর্গত কামুড়দিয়াড় সাহেবপাড়া গ্রামে হানা দিয়ে পুলিশের দল গ্রেফতার করে স্থানীয় বাসিন্দা সবকত মণ্ডলকে। অভিযানে সবকতের বাড়ি থেকে উদ্ধার হয় দুটি দেশি আগ্নেয়াস্ত্র—একটি ডাবল ব্যারেল ও একটি সিঙ্গেল ব্যারেল—এছাড়াও উদ্ধার হয় চার রাউন্ড গুলি।