হবিবপুর: দেবীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১, আহত কমপক্ষে ১৩
দুপুরে মালদা-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী দেবীপুর মোড় এলাকায় ঘটে গেল এক ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে পড়ে যাত্রীবোঝাই একটি বাস। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ১৩ জন,স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি নালাগোলা থেকে যাত্রী নিয়ে মালদার দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে চলার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তা থেকে ছিটকে নয়নজুলিতে উল্টে যায়