আলিপুরদুয়ার ২: তুরতুরিতে সাড়ে ১১ বছরের নাবালকের মৃত্যু নিয়ে শোকের ছায়া এলাকায়
দোলনায় খেলতে গিয়ে গলায় কাপড় আটকে গিয়ে মৃত্যু হল সাড়ে ১১ বছরের নাবালকের। মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে শামুকতলা থানার পুলিশ বৃহস্পতিবার বেলা দুটা নাগাদ। জানা গেছে বৃহস্পতিবার সকালে বাড়িতেই কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলছিল সাড়ে ১১ বছরের বিপ্লব নমঃ দাস। কাপড়ের দোলনায় ঝোল খেয়ে ঘুরতে গিয়ে হঠাৎই কাপড় গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যেই অজ্ঞান নাবালক । এরপরেই তাকে নিয়ে আসে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে