ধর্মনগর: অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রাজ্যে মন্ত্রী টিংকু রায় সহ বিজেপির একাধিক নেতৃত্বগণ
শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে দিব্যাঙ্গদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়,জেলাশাসক চান্দনী চন্দ্রান, বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি সহ অন্যান্যরা।