মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত আন্দি এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অমিত দাস। তাঁর বাড়ি কান্দি থানার মাধুনিয়া গ্রামে। জানা যায়, রবিবার সকালে অমিত দাস তাঁর মামার বাড়ি থেকে একটি বেসরকারি ব্যাংকে কাজের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিয়েছিলেন।