চাকদায় 12 নম্বর জাতীয় সড়কের পাশের এক প্লাস্টিকের দোকানে বিধ্বংসী আগুন,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। সূত্রের খবর, শনিবার বিকেলে চাকদায় 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকার একটি দোকানে হঠাৎই আগুন লেগে যায়। দোকানে প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আংশিক ক্ষতিগ্রস্থ হয় আশপাশের কয়েকটি দোকানও। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।