সাঁকরাইল: চুনপাড়াতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, মৃতদেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে
রবিবার সাঁকরাইলের চুনপাড়া এলাকা থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো সাঁকরাইল থানার পুলিশ। সোমবার দুপুরে ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে সাঁকরাইল থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম স্বপন মাহাতো। বাড়ি চুনপাড়া এলাকায়। তবে কি কারণে এই মৃত্যু তা এখনো জানা যায়নি। পুরো ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ। খবর জানাজানি হতে এলাকায় শোকের ছায়া।