রসিদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর একটা নাগাদ “SIR” অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision) নিয়ে এক সচেতনতা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন মাননীয় তমাল শোভন চন্দ্র মহাশয় এবং মাননীয় স্বপন পাত্র (মেঘা) মহাশয়।