মুরারই ১: মুরারই স্টেশন রোডে রোজ লাগছে যানজট, আন্ডারপাস চালু না হওয়ায় দুর্ভোগ স্থানীয়দের
একবার রেলগেট বন্ধ হলে পরে ঘন্টার পর ঘন্টা রাস্তায় লেগে যাচ্ছে যানজট। আর তাতেই সমস্যায় পড়তে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি মুরারই স্টেশন রোডের ঘটনা।এদিন 2 ডিসেম্বর মঙ্গলবার দুপুরের দিকে সেই যানজটের চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরারই স্টেশন রেল গেটের নিকট একটি রেলওয়ে আন্ডার পাস তৈরি করা হয়েছে, তবে কিছু ত্রুটির জন্য ওই আন্ডার এখনো চালু করা হয়নি। তার কারণ রেলগেট হয়ে পারাপার করতে হচ্ছে সব রকম