হাড়োয়া: অধিকার সভা থেকে ফেরার পথে জনসংযোগ বিধায়ক নওসাদ সিদ্দিকী'র,মাদারতলা,ভিগের আইট এবং হাড়োয়া বাজারে
অধিকার সভা শেষে ফেরার পথে জনসংযোগের বিধায়ক নওসাদ সিদ্দিকী'র হাড়োয়া ব্লকের মাদারতলা,ভিগের আইট এবং হাড়োয়া বাজারে বুধবার সন্ধ্যা ছটা নাগাদ দরজা খুলে গাড়িতে দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দন, শুভেচ্ছা নওসাদের।উল্লেখ থাকে বুধবার বিকেল হাড়োয়া ব্লকের আমরাডেঙী এলাকায় অধিকার সভায় যোগ দিতে গিয়েছিলেন আই এস এফ দলের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী। সভা থেকে ফেরার পথে মাদারতলা,ভিগের আইট এবং হাড়োয়া বাজারে