পাঁচ দিন আগে রমনাবাগান জু-য়ে হায়নার দুটি বাচ্চা হয়েছিল। তারমধ্যে একটি বাচ্চার জন্মের পর থেকে কিছু শারীরিক সমস্যার লক্ষ্য করেছিলেন চিকিৎসক। সেইমত বাচ্চা টিকে প্রাথমিকভাবে ইনকিউবেটরে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তারমধ্যেই নির্দিষ্ট সময় অন্তর খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু অত্যধিক শীতের কারণে, এবং জন্মগত শারীরিক সমস্যা তৈরি হওয়ায় বাচ্চাটিকে বাঁচানো যায়নি। তবে আরেকটি বাচ্চা সুস্থ, স্বাভাবিক অবস্থায় ইতিমধ্যেই মা হায়নার বুকের দুধ খেতে শুরুকরেছে।