মানিকচক: প্রবল জলের দাপটে বিচ্ছিন্ন হয়ে গেল প্রধান রাস্তা, প্রচন্ড গতিতে খোসবোরটোলার রাস্তার বিচ্ছিন্ন হয়ে জল বইছে
ভুতনিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গোটা এলাকা। এবারে গ্রামের প্রধান রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেল প্রবল জলের দাপটে। খোসবরটোলা থেকে গোবর্ধন টোলা পর্যন্ত যাওয়ার যে রাস্তা সে রাস্তা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। গঙ্গার জল রাস্তা দিয়ে বইতে থাকায় সেই জলের দাপটে অনেকটা অংশ নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় চরম বিপদ বাড়ছে ভূতনিবাসীর। বন্যা পরিস্থিতি দূর হলে যোগাযোগ ব্যবস্থা যে চরম সমস্যার মধ্যে থাকবে বলে মনে করছে এলাকাবাসী।