মুরারই ২: পাইকর দক্ষিণ রবিদাস পাড়ার দুর্গা মন্দিরে দুর্গাপুজোর মহা দশমী উপলক্ষে মা দুর্গার বিশেষ পুজোপাঠ করা হল
আজ 2 অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সকালের দিকে থেকে আনুমানিক বেলার দিক পর্যন্ত। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1অঞ্চলের।পাইকর দক্ষিণ রবিদাস পাড়ার দুর্গা মন্দিরে দুর্গাপুজোর মহা দশমী উপলক্ষে মা দুর্গার বিশেষ পুজোপাঠ করা হয়।তারপরে এদিন বেলার দিকে নবপত্রিকা ও মা দুর্গার পুজোর ঘট শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হয় পাইকরে একটি পুকুরে।এদিনের নবপত্রিকা ও মা দুর্গার পুজোর ঘট নিরঞ্জনে অংশগ্রহণ করেছিলেন।