পাড়া: পাড়া ব্লকে তৃণমূলের বিজয়া সন্মিলনী জন সভার রূপ নিলো
Para, Purulia | Oct 17, 2025 পুরুলিয়ার পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে বিজয়া সন্মিলনীর আয়োজন করা হয়েছিল। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ পাড়া ব্লকের ঝাঁপড়া হাই স্কুলে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে মনিষীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। তার পরে আগত নেতৃত্ব দের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের বিজয়া সন্মিলনীর সভায় মানুষের সমাগম এক জনসভার রুপ ধারণ করে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা তৃণমূল