নাকাশিপাড়া: বোলপুরে অস্মিতা যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ সুজাতা ও সোনাক্ষী প্রথম হয়েছেন তাদের সম্বর্ধনা বেথুয়াডহরীতে
গত ১৬ নভেম্বর, ২০২৫ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় বোলপুর ভারত সেবাশ্রম সঙ্ঘে। ১০-১৮ বছর বয়সীদের রিদমিক পেয়ার ইভেন্টে বেথয়াডহরীর সুজাতা অধিকারী ও সোনাক্ষী বিজলী প্রথম হয়েছেন। তাদের প্রশিক্ষণ কেন্দ্র বেথুয়াডহরী বিবেকানন্দ স্পোর্টস এবং যোগাসন শিক্ষা কেন্দ্র তাদের সম্বর্ধনা দেওয়া হয়। প্রশিক্ষক জিতেন্দ্রনাথ সরকার এই সমস্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।