পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই, পার্টি এবং প্রশাসন মেড ফর ইচ আদার, মেদিনীপুরে পুকুর ভরাট নিয়ে বলল বিজেপি। মেদিনীপুর শহরের ধর্ম এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাট করে দেওয়ার অভিযোগ উঠে শহরের এক পুজো কমিটির বিরুদ্ধে। সেই অভিযোগ মেনেও নেন পূজা কমিটির সদস্য। সেই প্রসঙ্গেই এবার প্রশাসনকে কটাক্ষ বিজেপির ।