ক্যানিং ১: ক্যানিংয়ের কে সি গার্ডেন এলাকায় দুঃসাহসিক চুরি, সিন্দুক ভেঙে লুট হল কুড়ি লক্ষের সোনা
গত ২০ তারিখ গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ক্যানিংয়ের কে সি গার্ডেন এলাকায়। রাতে ঘরের দরজার ছিটকিনি তুলে দিয়ে সিন্দুক ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। সিন্দুক ভেঙে প্রায় ২০ লক্ষ টাকা চুরি যায়। এ বিষয়ে ২১ তারিখ লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক সহদেব রায়। কিন্তু দু দিন কেটে গেলেও এখনও পুলিশ এ বিষয়ে কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। মঙ্গলবার তাই আবারও থানার দ্বারস্থ হন সহদেব রায়। তিনি বলেন পুলিশ একটু উদ্যোগ নিলেই সোনা উদ্ধার করা সম্ভব হবে।