কাঁকসা: মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে কাঁকসার দুটি পৃথক জায়গা থেকে গ্রেফতার দুই বাইক আরোহী
মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে দুটি ভিন্ন যাওয়া থেকে দুই বাইক আরোহীকে গ্রেফতার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।ধৃত একজন কাঁকসার বাসিন্দা অন্যজন বুদবুদের বাসিন্দা বলে জানা গেছে।আজ রাতে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা কাঁকসার হাসপাতাল মোড়ের কাছে অভিযান চালানোর সময় কাঁকসার বাসিন্দা এক বাইক আরোহীকে বেপরোয়া ভাবে বাইক চালাতে দেখে সন্দেহ হওয়ায় ওই বাইক আরোহীকে আটকে তাকে মেশিনের দ্বারা পরীক্ষা করতেই তাকে মদ্যপ অবস্থায় পায় পুলিশ।