কালনা ১: বেলকুলির কাছে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের, ঘটনায় এলাকায় শোকের ছায়া
বেলকুলির কাছে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধর। মৃত ওই বৃদ্ধের নাম সুবোধ দাস।তার বাড়ি ধাত্রীগ্রামের নাগরগাছি এলাকায়।সাইকেল নিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় তার মৃত্যু হয়।