বেলডাঙা ১: মাধব পাচার রুখতে বেলডাঙ্গার বড়ুয়ার মোড় এলাকায় পুলিশি হানা
মাদক পাচার দমন করতে শক্ত হাতে হাল ধরেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙা থানার পুলিশ। দিনকয়েক থেকেই বেলডাঙা থানার পুলিশের গোপন সূত্রের অভিযান, অভিযানে একাধিক পাচারকারীসহ মাদকদ্রব্য উদ্ধার হয়। আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলডাঙ্গার বড়ুয়া মোড় এলাকায় অভিযানে বেলডাঙ্গা থানার পুলিশ।