বোলপুর-শ্রীনিকেতন: বোলপুরে জামবুনি সর্বজনীন দুর্গাউৎসব সমিতির এবারের থিম ডাকঘর
বোলপুরের জামবুনি সর্বজনীন দুর্গাউৎসব সমিতি এবছর তাদের ৪২ তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের থিম “ডাকঘর”। আধুনিক যুগে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার ভিড়ে হারিয়ে যেতে বসেছে চিঠির মতো আবেগঘন যোগাযোগ মাধ্যম। সেই হারিয়ে যাওয়া চিঠির গুরুত্ব ও মানবিক বন্ধনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিতেই এই অভিনব থিম বেছে নিয়েছে তারা।আজ ২৮শে সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ স্থানীয়রা জানান প্যান্ডেলটি সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ দিয়