মকর সংক্রান্তি মানেই জঙ্গলমহলের এক বিরাট উৎসব। যাকে জঙ্গলমহলের মানুষজন মকর পরব বা টুসু পরব বলে জেনে থাকে। এই পরবের আগে অনেকে নতুন জামা কাপড় কেনে এবং মকর সংক্রান্তির দিন ভোরে নদী বা বড় জলাশয়ে স্নান করে নতুন জামা কাপড় পড়েন। মকরের আগে শনিবার বিকাল ৪ টা নাগাদ বাঘমুণ্ডি কৃষক বাজারে বসা হাটে জমে গেল কেনাবেচাই। হাটে অনেকে এসেছিলেন কেনা কাটা করতে। নতুন পোশাক বিক্রি করতে ঝাড়খণ্ড ও কলকাতা থেকে বিক্রেতারা এসেছিলেন এই হাটে। জামা প্যান্ট নিতে ভিড় জমে এলাকার মানুষজনের।