কাঁকসা: ৪৭ বছরে পদার্পন করলো পানাগড় ডায়মন্ড ক্লাবের পুজো,উদ্বোধন করলেন সমিতির ও জেলা পরিষদের সদস্যরা
৪৭ বছর ধরে মহা ধুমধামে কালি পুজোর আয়োজন হয়ে আসছে কাঁকসার পানাগড় গ্রামের ডায়কন্ড ক্লাবের কালি পুজো।সোমবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ পিরু খান,উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস,কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য নব কুমার সামন্ত,কুলদীপ সরকার,ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি,উপ প্রধান প্রসেনজিৎ ঘোষ,সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য সহ এলাকার বিশিষ্টজনেরা।