চোপড়া: দশমী পুজো হতেই সিঁদুরে খেলায় মাতল চোপড়া এলাকার মহিলাগণ
মায়ের আগমনে মেতে উঠেছিল বাঙালি, আজ বিজয়া মায়ের বিদায় বেলায় বাঙালির প্রত্যেক মানুষের চোখে জল থাকলেও খুশিমনে মাকে বিদায় করতে প্রস্তুত বাঙালি, বৃহস্পতিবার বিকেল থেকেই দশমী পুজো হতেই সিঁদুরে খেলায় মাতল চোপড়া এলাকার মহিলাগণ, মায়ের আগমনে যেভাবে মেতে উঠেছিল বাঙালি ঠিক তেমনি ভাবে মায়ের বিদায় বেলায় আগামী বছরের মায়ের আগমনের আশা-আকাঙ্ক্ষা রেখে উচ্ছ্বসিত হয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে তৈরি বাঙালি। ঠিক এমনই ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়। একদিকে সিঁদুর খ