মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: আলোর উৎসবে সবুজ বার্তা জিয়াগঞ্জে জমজমাট পরিবেশবান্ধব আতশবাজির বাজার রাত্রি ৮টায় এই ছবি ধরা পড়ে
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের পরই আসে আলোর উৎসব দীপাবলি, আর সেই সঙ্গে মা কালীর আরাধনায় মুখরিত হয় বাঙালি সমাজ। আলোর উৎসব মানেই প্রদীপ জ্বালানো, বাড়ি সাজানো, আর সঙ্গে থাকে রঙিন আলোর বাহার। তবে এই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে আতশবাজির ঝলকও। কিন্তু পরিবেশ ও মানুষের সুস্থতার কথা মাথায় রেখে গত কয়েক বছরে ভারত ও রাজ্য সরকার জোর দিচ্ছে সবুজ বাজি ব্যবহারে। এই নিয়ম মেনেই গত দুই বছর ধরে জিয়াগঞ্জ রাই বাহাদুর হাটের মাঠে আয়োজিত হচ্ছে “সবুজ বাজি বাজার”। পরিবেশবান