মুরারই ২: পাইকরে জাজিগ্রাম ও পাইকর 1অঞ্চলের মানুষজনদের 10টি করে মুরগির বাচ্চা দেওয়া হল
আজ ১৩ই অক্টোবর সোমবার আনুমানিক সকালের দিকে। বীরভূম জেলার মুরারই ২ নম্বর প্রাণিসম্পদ দপ্তর ও মুরারই 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে, মুরারই ২ নম্বর ব্লকের পাইকরে।জাজিগ্রাম,ও পাইকর 1অঞ্চলের মানুষজনদের 10টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন মুরারই ২ ব্লকের BLDO ডাক্তার রহমত আলী, মুরারই ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন ও বিশিষ্ট জনেরা।