রায়গঞ্জের কর্ণজোড়ায় অনুষ্ঠিত হলো রায়গঞ্জ পুলিশ জেলার সপ্তম বার্ষিক স্পোর্টস মিট। ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেন পুলিশ কর্মীরা। বুধবার শেষতম দিনে দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন ও শর্পুট সহ একাধিক প্রতিযোগিতা হয়। পুলিশের পাশাপাশি তাদের পরিবারের জন্যও বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়। পুলিশ সুপার সোনোয়ানে কুলদীপ সুরেশ জানান, এই স্পোর্টস মিট পুরোপুরি পুলিশ কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।