রাজগঞ্জ: বন্যাবিদ্ধস্ত বামনডাঙ্গা মডেল ভিলেজে স্বাস্থ শিবিরের আয়োজন করল তড়াই ডুয়ার্স প্রেসক্লাব
তরাই ডুয়ার্স প্রেস ক্লাবের উদ্যোগে ও স্নেহ ফাউন্ডেশনের সহযোগিতায় নাগরাকাটার বামণডাঙা মডেল ভিলেজে আয়োজিত হলো এক বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ন্যাশনালিস্ট মেডিকো অর্গানাইজেশনের চিকিৎসক ডা. শীকান্ত গাঙ্গুলি। দিনভর চলা এই ক্যাম্পে ৩৫০ জনেরও বেশি স্থানীয় মানুষ সর্দি-কাশি, শরীর ব্যথা, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেন।