কুশমুণ্ডী: “মৃতদেহও শান্তিতে যাচ্ছে না, তৃণমূল সরকারের ঘুম ভাঙবে কবে?”— কুশমন্ডির রাস্তা নিয়ে ক্ষোভ উগরে বিজেপি জেলা সম্পাদকের
কুশমন্ডি ব্লকের ভেটাহার থেকে বাসুলাহাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা এখন গ্রামবাসীদের কাছে এক দুঃস্বপ্ন। রাস্তাজুড়ে কাদা-পানি আর বড় বড় গর্ত। কোথাও ইট উঠে গেছে, কোথাও কাদায় ঢাকা গভীর খাদ। ফলে হাঁটা তো দূরের কথা, সাইকেল বা মোটরবাইক নিয়ে চলাটাও যেন মৃত্যুকে ডেকে আনা। সবচেয়ে মর্মান্তিক চিত্র ধরা পড়ছে শববাহী যাত্রায়। গ্রামবাসীদের ক্ষোভ, “এমন ভগ্নপ্রায় রাস্তায় মৃতদেহ নিয়ে যাওয়া মানে নতুন করে কষ্ট পাওয়া।” শোকার্ত পরিবারের মানুষজনকে কাদা-মাটিত