সুতাহাটা: রাজ্যজুড়ে সীমাহীন খুন, সন্ত্রাস, দুর্নীতির এবং এসআইআর সম্পকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে BJP পরিবর্তন সভা সুতাহাটা
রাজ্যজুড়ে সীমাহীন খুন, সন্ত্রাস, দুর্নীতির এবং এসআইআর সম্পকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিজেপির হলদিয়া মণ্ডল-৩ এর উদ্যোগে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় হলদিয়ার সুতাহাটা বাজারে সভায় বক্তব্য রাখেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্ব বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, পীযুষ বারিক, অনিত সুকুল, হলদিয়া মণ্ডল-৩ এর সভাপতি স্নেহাশীষ মাইতি প্রমুখ।