ধূপগুড়ি: মালবাজারে প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহাকে জুতো পেটা করল আরেক কাউন্সিলরের স্ত্রী ও মা,অভিযোগ পালটা অভিযোগ মাল থানায়
অজয় লোহারের অশ্লীল ভিডিও ভাইরাল কান্ড নিয়ে মালবাজারে আদর্শ বিদ্যাভবনের কাছে প্রকাশ্যে অজয় লোহারের স্ত্রী এবং মায়ের বিরুদ্ধে প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা কে জুতো পেটা করল। স্বপন বাবু তার উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে বলে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও তার মায়ের উপর হামলা করা হয়েছে বলে পালটা অভিযোগ দায়ের করেছেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার। এদিন বিকেল চারটা নাগাদ স্বপন বাবু সহ তার অনুগামীরা মাল থানায় গিয়ে বিক্ষোভ দেখায়।