ফলতা: ফলতার বিডিও অফিসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত কি বলেন শুনুন
এসআইআরের কাজ দেখতে রাজ্যে কমিশনের স্পেশ্যাল ১৩। ফলতায় গেলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের খবর, এদিন ১২টা নাগাদ ফলতার বিডিও অফিসে পৌঁছন তিনি। তারপরই শুরু হয়ে যায় প্রথম পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে একদিকে যেমন সুব্রত গুপ্ত নিজে ছিলেন তেমনই কমিশনের আরও এক প্রতিনিধিও ছিলেন। ছিলেন ফলতার বিডিও। ছিলেন এসডিও। ডেকে পাঠানো হয়েছিল বিএলও-দের। ৪ তারিখ থেকে বিএলও-রা