ভগবানগোলা ১: কানাপুকুরে রাজ্য সড়কের ধারে টোটোচালকের বাড়িতে ভয়ংকর চুরি
ভগবানগোলা, মুর্শিদাবাদ — কানাপুকুর এলাকায় রাজ্য সড়কের ধারে জহুরুল শেখ নামে এক টোটোচালকের বাড়িতে বুধবার ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তিনটি ঘরের তালা ভেঙে বিপুল পরিমাণ টাকা ও সোনা-দানা নিয়ে পালায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। জহুরুল শেখ জানান, তার একটি বাক্সে তিনটি আলাদা জায়গায় মোট প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা রাখা ছিল। এছাড়াও তার বৌমার ঘরে সোনাদানা রাখা ছিল। বুধবার তারা পরিবার-সহ বেড়াতে যান। জহুরুল শেখ দুপুর তিনটের সময় টোটো নিয়ে বেরিয়ে