মহিষাদল: হনু ধরতে কালঘাম, মহিষাদলে আটকে রাখা হল বন কর্মীদের এই ঘটনা উত্তেজনা ছাড়া
হনুমানের আতঙ্কে ঘুম উড়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের মধ্যাহিংলী গ্রামের বাসিন্দাদের। হনু ধরতে গিয়ে কার্যত মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে বন দপ্তরের কর্মীদের। রবিবার সকালে বন দপ্তরের পাতা খাঁচায় একটি হনু ধরা পড়ে। এরপর সেই হনুটিকে উদ্ধার করে আনার সময় কার্যত গ্রামবাসীদের কাছে হেনস্থার শিকার হলেন বন দপ্তরের কর্মীরা।সমস্ত হনু ধরে নিয়ে যেতে হবে এই দাবিতে গ্রামবাসীরা আটকে রাখে রবিবার বিকাল পর্যন্ত।