পুরুলিয়া ২: বন্দেমাতরম সঙ্গীত ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত হলো তিরঙ্গা পদযাত্রা রথতলা থেকে
: বন্দেমাতরম সঙ্গীত ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজিত হলো তিরঙ্গা পদযাত্রা । শুক্রবার বিকেলে পুরুলিয়া শহরের রথতলা মোড় থেকে পোস্ট অফিস পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দেমাতরম সঙ্গীত বাজিয়ে পদযাত্রা করলেন বিজেপি সমর্থিত নেতাকর্মীরা । পরে পোস্ট অফিস মোড়ে জমায়েত করে রাষ্ট্রীয় গান করেন তারা।